২১ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : ফুটবল খেলা নিয়ে বাক-বিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে মেহেদী হাসান নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে বরকত বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
ওসি আব্দুর রশিদ জানান, দক্ষিণ নানুপুর এলাকার ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে তার বন্ধু আর্জেন্টিনার সমর্থক বরকতের বিশ্বকাপ খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে।
পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান বাবা হেলাল উদ্দিন বলেন, ‘আমার ছেলের খুনির সর্বোচ্চ শাস্তি চাই।