২১ নভেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় পাওনা টাকা চাইতে গেলে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে। অভিযোগ ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের মুক্তিযোদ্ধা বখতিয়ার শিকদারের কাছে ৫০ হাজার টাকা পাওনা ছিল একই ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ভালুকশী গ্রামের কাজী ইদ্রিস হোসেনের। এই পাওনা টাকা বুধবার সন্ধ্যায় কাজী ইদ্রিস চাইতে গেলে তাকে বখতিয়ার শিকদারের ছেলে রফিক, সজিব ও রাজিব শিকদার মারধর করে তার সাথে থাকা স্বর্নের চেইন, নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কাজী ইদ্রিসকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগ নেতা কাজী ইদ্রিস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ দুই সহোদর ভাই সবিজ ও রফিক সিকদারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।