২১ নভেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ গোলাম রাব্বানী, ডিমলা লীলফামারী ডিমলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ পাথর জব্দ করেছে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
রবিবার (১৩ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিভিন্ন সাইজ’র চার হাজার ৩শ’ ৭৪ সিএফটি পাথর জব্দ করা হয়।
পূর্বছাতনাই ইউনিয়ন ভূমি কর্মকর্তার তথ্যমতে, জব্দকৃত পাথরগুলো মোঃ শহিদুল ইসলাম, পিতা বাশার উদ্দিন ও মোঃ শরিফ উদ্দিন, পিতা বছির উদ্দিনের জমাকৃত জায়গা থেকে জব্দ করা হয়।
বালু পাথার উত্তোলন সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকা ও বালু-পাথর মহাল ইজারা প্রদান বন্ধ থাকায় বিক্রির জন্য অবৈধভাবে খনিজ বালু-পাথরসমৃদ্ধ এছাড়া তিস্তা নদীর তীর কেটার সাথে নদী হতে বালু ও পাথর মজুদ করে গোপনে বিক্রি করছে স্থানীয় কয়েকটি চক্র।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। মন্ত্রণালয়ে আমরা পত্র দিব, তারা প্রতিনিধি দল দিবেন। প্রতিনিধি দিলে আমরা মাইকিং ও বিজ্ঞপ্তি দিয়ে জব্দকৃত পাথরগুলো উন্মুক্ত নিলাম করা হবে৷ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এরপর যদি জানা যায় যে, নদী থেকে বালু পাথার উত্তোলন করছে কেউ, তাৎক্ষণিক তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।