২১ নভেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে মশিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি শুক্রবার দলীয় গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২ এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেন।
এ ছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা এবং গত ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করেছিলেন জিএম কাদের।