২১ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শান্ত ইসলামঃ বরিশাল জেলার বাবুগঞ্জে উপজেলায় বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ গত শুক্রবার ৭ তারিখ বিকালে ব্রাদার কর্তৃক শিশু লামিয়াকে শারিরীক নির্যাতন এর ঘটনা ঘটেছে। ভুক্তভুগী লামিয়া এতিম শিশু খেলাধুলা করার সময় টিনে তার হাতের আঙ্গুল কেটে গেলে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে তার হাতে সেলাই করার জন্য নেয়া হলে যন্ত্রণায় কাঁদতে থাকে ও ভয়ে নরা চরা করতে থাকে। তাকে অবাস করার ইনজেকশন দেয়ার সময় লামিয়া ভয়ে চিৎকার করতে থাকে ও নারা চারা করলেড় সুমন ব্রাদার তার গালে স্ব জোরে কসিয়ে চার মারে। শিশু লামিয়ার গালে আঙ্গুলের ছাপ পরে যায় ও রক্তবর্ণ হয়ে যায়।
পরে লামিয়া আরো ভয়পেয়ে কাঁদতে থাকলে সুমন ব্রাদার তাকে বিভিন্ন ভাবে থামানোর চেষ্টা করে ব্যার্থ হয়। পরে এই ঘটনায় রুগীর লোকজন উত্তেজিত হলে সুমন তাদের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান।
কিন্তু রুগীর লোকজন এ ঘটনার যথাযথ বিচারের জন্য টি এস বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
টিএস কে ফোন করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন ও সাংবাদিক দের বলেন যে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। একটি তদন্ত কমিটি গঠন করে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করবেন।