২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে নাজমা আক্তার (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকির ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী কাউছার আলম তুহিন পলাতক রয়েছেন।
নিহত নাজমার বড় ছেলে নাজমুল বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে মায়ের বুকের নিচে বাবা ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাৎক্ষণিক ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।
ফতু্ল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, পরকীয়া নিয়ে কাউছার তার স্ত্রী নাজমাকে সন্দেহ করতো। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এসআই আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলতে পারবো।