২১ নভেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার ভজনপুরে এলাকায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামাদি সহ ৫ জনকে আটক করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ।
জানাযায়, গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই তপন কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ভজনপুর বাজারে বানারুল ইসলামের পার্টসের দোকানের জেনারেটর রুমে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলো গনাগছ গ্রামের আব্দুর রহিমের পুত্র বানারুল ইসলাম (২৭), একই গ্রামের মজিবর রহমানের পুত্র আজিজুল হক, জাহের আলীর পুত্র আজিরুল ইসলাম (২৫), আবুল কাশেমের পুত্র জাকির হোসেন (৩৪), মৃত হাসিবুল ইসলামের পুত্র বাপ্পি হাসান।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়ারিরা পালিয়ে যায়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক আসামিদের নাম ঠিকানা প্রকাশ করে গ্রেফতারকৃত আসামিরা।
তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, আটকদের কাছ থেকে নগদ ৩ হাজার ১শত টাকা এবং এক সেট তাস জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।