২১ নভেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
বিএনপি নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বাংলাদেশকে ধ্বংস করার আগে আপনারা আমাদের সঙ্গে খেলেন। কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই, আবারও বলছি খেলা হবে ইনশাল্লাহ।’ শনিবার (২৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় শামীম ওসমান বলেন, ‘আপনারা খেলবেন ধ্বংসের পক্ষে। আমরা খেলব ধ্বংসের বিপক্ষে। আপনারা খেলবেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য। আমরা খেলব বাংলাদেশকে মাথা উঁচু করার জন্য। আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার পক্ষে আর আমরা খেলব অসাম্প্রদায়িকতার বাংলাদেশ গড়ার পক্ষে। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ থাকবে না। সেই বাংলাদেশ গড়ার পক্ষে খেলব। আর যদি মনে করেন সেই খেলায় জিতবেন। তবে ডেট দেন। কবে খেলবেন। কার কথায় খেলবেন তারেক রহমানের সাহেবের কথায় খেলছেন। আপনারা নাকি মাঠ দখল করবেন। রাজপথ দখল করবেন। পারলে করেন না! এই নারায়ণগঞ্জের রাজপথ কার দখলে?
তিনি স্লোগান দিয়ে বলেন, নারায়ণগঞ্জের মাটি, বঙ্গবন্ধুর ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি।
তিনি আরও বলেন, সারা বাংলাদেশে ঝামেলা করার দরকার কী? আসুন নারায়ণগঞ্জে খেলি। তারেক রহমান সাহেবের নির্দেশে খেলছেন। সাহেবকে বলছি, যদি আবার ওপর থেকে মারেন। মুসলমান একবার মরে, দুইবার মরে না। আমার সত্যি খালেদা জিয়ার জন্য কষ্ট লাগে। আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করি। শেখ হাসিনা বলেছিলেন, মানুষ অসুস্থ হলে সে যদি শত্রুও হয়, তার জন্য দোয়া করবে। লন্ডন থেকে নির্দেশ আসছে, আপনারা বাংলাদেশে বসে লাফাচ্ছেন।
মির্জা ফখরুলকে চায়ের দাওয়াত দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিমান করে শামীম ওসমান বলেন, এরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আপনাকে একুশবার হত্যা করতে চেয়েছে। অথচ আপনি (শেখ হাসিনা) আবারও বলছেন, গণভবন পর্যন্ত এলে তাদের চা খাওয়াবেন। এটা হতে পারে না। যারা আপনাকে হত্যার চেষ্টা করে, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের সংসদে বসায়, বাংলার মানুষ চায় না আপনি তাদের চা খাওয়ান। আপনি গণতন্ত্রের কথা বলেন, ওরা এটাকে দুর্বলতা ভাবে।
শোকাবহ আগস্ট ও স্বাধীনতা বিরোধী, জঙ্গি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিবাদে এই জনসভার আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল।
সমাবেশে আরও বক্তব্য দেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহসিন প্রমুখ।
সমাবেশকে ঘিরে শনিবার দুপুর ২টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন।
বিকেল চারটা পাঁচ মিনিটে সমাবেশের আহবায়ক সংসদ সদস্য শামীম ওসমান মঞ্চে এসে উপস্থিত হন। এ সময় নেতাকর্মীদের ঢলে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় পুরো এক ঘণ্টা বক্তব্য দেন শামীম ওসমান।