২১ নভেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি পৌরশহরের ৩নং ওয়ার্ডের পুলিশ লাইনের পিছন থেকে শুক্রবার রাত দুইটার দিকে প্রায় ৫০০গ্রাম গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয়রা। সমাজ সেবক আব্দুর রাজ্জাক রনি’র নেতৃত্বে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় গাজা সহ দুজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। স্থানীয়রা জানান , রাত দুইটার দিকে পিয়াজ ও আলু বিক্রেতা নুরুর বাসা থেকে ডিজিটাল পালা চেয়ে নিয়ে গাজা মাপার কাজে ব্যবহার করা হয় শান্ত শিকদারের বাসায় বসে ।ও বিভিন্ন বিক্রেতার মধ্যে ভাগাভাগি করা হয়। ভাগাভাগির পরে পালা ফিরিয়ে দিতে গেলে পালায় গাজা লেগে থাকতে দেখে নুরু মিয়া এলাকার লোক জনকে খবর দেয় ।এলাকার লোক খবর পেয়ে একত্রিত হয়ে ঘটনা স্থানে পৌঁছনোর খবর পেয়ে মাদক ব্যাবসায়ীরা বাসার পিছনের দরজায় তালা মেরে মুল আসামি মৃত:ফারুক শিকদার এর ছেলে শান্ত সিকদার ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে সবাই মিলে তল্লাশি করে পালিয়ে যাওয়ার সময় ফেলে রাখা প্রায় ৫০০ গ্রাম গাজা উদ্ধার করে। স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ আসলে পালা বহন কারি ও ফেলে যাওয়া গাজা অন্যত্র লুকিয়ে রাখার চেষ্টা করায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হলো সুতালড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে হাসান (১৯)ও মৃত: খলিল মিয়ার ছেলে লিটন (৩৮)।
এলাকাবাসীর দাবি পলাতক শান্ত শিকদারের বাসায় তল্লাশি করা হলে আরো গাজা সহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা সম্ভব হবে।