২১ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ বশির আহাম্মেদ
বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে রবিবার (২১ আগষ্ট) বেলা ১১;৩০ সে উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিস নারাঙ্গল এলাকায় নদীর চর কেটে মাটি নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ শ্রমিককে আটক করেন, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক। তথ্যসূত্রে জানা যায়, স্থানীয় প্রভাব সলিদের ছত্রছায়ায় একদল লোক চরের জমি নষ্ট করে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে এমন তথ্য পেয়ে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ কামরুল সিকদার (৪০) পিতা জাফর সিকদার গ্রামঃ চর গরবদী উপজেলাঃ দুমকি জেলাঃ পটুয়াখালী, মোঃ লাল চাঁদ পিতাঃ জালাল শেখ গ্রামঃ চর গরবদী উপজেলাঃ দুমকি জেলাঃ বরিশাল, রুবেল সিকদারপিতাঃ জাফর সিকদার, গ্রামঃ চর গরবদী উপজেলাঃ দুমকি জেলাঃ বরিশাল, সন্তোষ পাল পিতাঃ নিশীকান্ত পাল গ্রামঃ উত্তর রাজনগর, উপজেলাঃ বগা জেলাঃ পটুয়াখালী সহ মোট ৭ জনকে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ ধারায় ৩ জনকে ১৫ দিন করে এবং ১ জনকে ৩ মাস ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এবং অন্য ৩ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ্য ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। বেআইনিভাবে কেহ চর অথবা ফসলের জমির মাটি কেট নষ্ট ক।রে, এদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গনমাধ্যম কে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক।।