২১ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স ॥ বাবুগঞ্জের চাঁদপাশার কোলচর গ্রামের ৫ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত আসামী সোহেল রানা ও তার স্ত্রী রুনা আক্তারকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
থানার এসআই তুহিন গত বুধবার সন্ধ্যায় আসামীদের গ্রেপ্তার করে । ঐদিনই তাদের জেল হাজতে প্রেরন করা হয় বলে এয়ারপোর্ট থানা পুলিশ সুত্রে জানা গেছে ।
মামলার এজাহার সুত্রে জানা গেছে , গত ১২ জুলাই বাবুগঞ্জের কোলচর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা দুলাল শরীফের মেয়ে দিলরুবা ইয়াসমিন তাদের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের খরচের জন্য অষ্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী বোন ও বোনের জামাই তার কাছে ৪ লাখ ৯৩ হাজার টাকা দেয়।
বাদী দিলরুবা ইয়াসমিন ঐ টাকা বাড়ীর কাঠের আলমিরায় রেখে চাবি বালিশের নীচে রাখে নগরীর কাঠপট্রিতে তার বোনের বাসায় চলে আসে । যা ১ নং আসামী রুনা আক্তার দেখতে পায়। আসামীর মা ফালানুর বাদীদের বাড়িতে দীর্ঘদিন যাবৎ কাজ করায় আসামী রুনা আক্তার ঐ বাড়ীতে থাকে। ঘটনার দিনও রুনা ও তার নানী বাড়ীতে ছিল ।
১২ জুলাই বিকেল ৫ টায় দিলরুবা ইয়াসমিন বাড়ীতে গিয়ে দেখে আলমারীতে টাকা নেই । আসামী রুনাও বাড়ীতে নেই । সে টাকা টাকা নিয়ে পালিয়েছে। আসামী রুনা আলমীরার তালা খুলে ঐ ৪ লাখ ৯৩ হাজার টাকা নিয়ে তার স্বামী সোহেল রানার সাথে চলে যায়। টাকা নিয়ে সোহেল রানার বাড়ীতে তার মা বাবার কছে যায় ।
পরে অনেক খোজাখুজিরপর তাদের না পেয়ে দিলরুবা ইয়াসিমিন বাদী হয়ে গত ৩১ জুলাই এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করে। মামলায় রুনা আক্তার তার স্বামী সেহেল রানা , সোহেল রানার বাবা হারুন হাওলাদার ও তার মা কমলা বেগমকে আসামী করা হয় ।