২১ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার, ১১ আগস্ট নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এনায়েত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুপাতলী পুলিশ বক্সের দক্ষিণ পাশে মায়ের দোয়া ফল ভান্ডারের সামনে ফুটপাতের উপর থেকে দুই জনকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া এলাকার জালাল সরদার হিরা তালুকদারের মেয়ে সাহানারা খাতুন (৩৫) ও খুলনার ডুমুরিয়া এলাকার বাসিন্দা মৃত মনির উদ্দিনের মেয়ে পারুল বেগম (৩৮) ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক ইশতিহাক আহমেদ।