২১ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার ডাসার থানার অন্তরগত পচ্চিম দর্শনা এলাকা থেকে দেশীয় মদ তৈরীর সরঞ্জামাদী আটক করেছে ডাসার থানা পুলিশ।ডাসার ইউনিয়নের পচ্চিম দর্শনার মাদক কারবারী মধু সুদনের নিজ বাড়ী থেকে এই দেশীয় মদের সরঞ্জমাদি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্পোন সংবাদের ভিক্তিতে গত কাল রাত ১:৪০ মিনিটের সময় ডাসার থানার ্এসআই ইব্রাহীম শেখ ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মধু সুদনের বাড়ী থেকে দেশীয় মদ তৈরীর সরঞ্জমাদী উদ্ধার করি।তবে আমাদের উপস্থিত টের পেয়ে মধু সুদন বাড়ীর থেকে পাালীয়ে যায়।এসময় মধু সুদনের বাড়ী থেকে দেশীয় মদ তৈরীর জন্য একটি নীল প্লাস্টিকের ড্রাম,১ টি স্টিলের বাটিও ১টি প্লাস্টিকের খালী বোতল উদ্ধার করেন।
এব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন,পলাতক মধু সুদনের বাড়ী থেকে দেশীয় মদ তৈরীর সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে।তার রিরুদ্ধে থানায় একটি মাদক মামলা হয়েছে।