২১ নভেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন নিহত গৃহবধূ নারগিস আক্তারের স্বামী আব্দুল আজিজ। সোমবার (৮ আগস্ট) মধ্য রাতে উপজেলার জীবদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর মঙ্গলবার সকালে রাজাপুর থানার সামনে আত্মসমর্পণ করার জন্য আব্দুল আজিজ হাটাহাটি করছিলেন। এ সময়ে পুলিশ তাকে আটক করে। হত্যা কারী আব্দুল আজিজ পুলিশের কাছে তার আঘাতে স্ত্রীর মৃত্যুর কথা স্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল আজিজ ঢাকায় একটি কোম্পানীতে প্রহরী পদে চাকরি করেন। তার তিন সন্তান রয়েছে। গতকাল সোমবার আব্দুল আজিজ বাড়িতে আসলে স্ত্রী নারগিস বেগমের (৪৫) সাথে পারিবারিক কলহ হয়। এরই জেরে রাতে আব্দুল আজিজ লোহার সাবল দিয়ে স্ত্রী নারগিসকে আঘাত করলে গুরুতর আহত হন। আহত নারগিস কে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আজিজ জানান, তাদের বাড়িতে কাজ করতেন একই এলাকার আব্দুল হামেদের ছেলে মো. ছালেক। কাজের সুবাদে স্ত্রী নার্গিস বেগমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ছালেকের। একপর্যায়ে তাঁরা পরকীয়ায় জড়িয়ে পড়ে। আজিজ বিষয়টি উপলব্ধি করতে পেরে স্ত্রীকে নিষেধ করলেও তা শোনেনি। ঘটনার দিন সোমবার দিবাগত রাত (মঙ্গলবার) ১২টার দিকে বাইরের কাজ শেষে বাসায় ফিরলে তাঁর স্ত্রীর সঙ্গে ছালেককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় রাগান্বিত হয়ে শাবল নিয়ে ছালেককে আঘাত করতে গেলে শাবল গিয়ে স্ত্রী নার্গিসের মাথায় লেগে মাটিতে লুটিয়ে পরে। জ্ঞান হারিয়ে ফেলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত নারগিসের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।