২১ নভেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
লালমোহনে আশ্রয়ণের ঘর দেয়ার নামে অর্থ আদায়, আটক ২

লালমোহনে আশ্রয়ণের ঘর দেয়ার নামে অর্থ আদায়, আটক ২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়ের নাম ভাঙিয়ে শেখ জাহিন আহম্মেদ সাবু কন্সট্রাকশন নামে অফিস খুলে প্রধানমন্ত্রীর ভিষণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া ও বিভিন্নজনকে চাকুরি দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে এক প্রতারক ও তার সহযোগী সুরেন্দ্র নাথ ঢালী (৪৫) নামে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের ৮নং ওয়ার্ড ওয়েষ্টার্ণ পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
মোহাম্মদ আলী সরকার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আদর্শপাড়ার মৃত গৌরাঙ্গ সরকারের ছেলে। সে দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মাধব চন্দ্র সরকার থেকে মোহাম্মদ আলী সরকার নাম ধারণ করে। অপরদিকে সুরেন্দ্রনাথ ঢালী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কাঙ্গি ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের মৃত গৌরাঙ্গ লাল ঢালীর ছেলে।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তোলা অসংখ্য ছবি, অনেককে বিভিন্ন পদে চাকরি দেয়ার চুক্তিপত্র স্টাম্প, মোহাম্মদ আলী সরকারের নামে একটি অনলাইন টেলিভিশন কর্তৃক প্রদত্ত আইডি কার্ড ও সাধারণ মানুষের কাছ থেকে নেয়া টাকার লিপিবদ্ধ ডায়েরি উদ্ধার করা হয়।

এদিকে ওই প্রকল্পে চাকুরি দেয়ার নামে একলক্ষ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের নামে লালমোহন থানায় মামলা দায়ের করেন মোঃ আবদুর রাজ্জাক নামে এক যুবক।

মামলার বাদি আবদুর রাজ্জাক জানায়, প্রধানমন্ত্রীর ভিষণ-২ প্রকল্পের আওতায় ও জাহিন আহমেদ সাবু কন্সট্রাকশনের বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২০হাজার ঘর বিতরণ করা হবে জানিয়ে ওই প্রতিষ্ঠানে চাকুরির কথা বলে তার কাছ থেকেও একলক্ষ টাকা নেয় মোহাম্মদ আলী সরকার।

পরে তাকে লালমোহন পৌরসভার ওয়েষ্টার্ণ পাড়াস্থ অফিসে আসতে বলে এবং ঘর দেয়ার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা উঠাতে বলে। এতে তার সন্দেহ হলে চাকরি জন্য দেয়া জামানত ফেরত চান তিনি। টাকা চাওয়ায় উল্টাে হুমকির শিকার হয়েছেন বলে জানান আবদুর রাজ্জাক।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, ওয়েস্টার্ণ পাড়ায় অফিস খুলে ঘর দেয়ার নামে অর্থ আদায় করা হচ্ছে, স্থানীয়দের এমন অভিযোগের আলোকে ধৃতদের অফিসে পুলিশ পাঠানো হয়। এসময় ওই অফিসে প্রধানমন্ত্রীর ছবির সাথে মোহাম্মদ আলী সরকারের এডিট করে জুড়ে দেয়া ছবি টানানোবস্থায় পাওয়া যায়। এছাড়াও তাদের প্রয়োজনীয় কোনও কাগজপত্র না থাকায় থানায় আনা হয়।

ওসি আরও জানান, মোহাম্মদ আলী সরকার শুধু লালমোহন-চরফ্যাশনই নয়, দেশের বিভিন্ন জেলা উপজেলায় ঘর দেয়ার নামে প্রতারণা করে অর্থ আদায় করেছে। তাকে আটকের সংবাদ পেয়ে বিভিন্ন জেলা উপজেলা থেকে ফোনের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে। তাই তার সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019