২১ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : বসত বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ স্ত্রীকে আটক করেছে পুলিশ। তবে অভিযানের খবর টের পেয়ে স্ত্রীকে ফেলেই পালিয়ে গেছেন স্বামী। যদিও পুলিশ বলছে, পলাতক স্বামীকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাগেছে,বৃহষ্পতিবার দিবাগত মধ্য রাতে বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডের খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা সড়কের মো. পলাশ হাওলাদার ও আছমা বেগম দম্পতির বসত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহানগর গোয়েন্দা শাখা জোন-১ এর একটি দল।
অভিযানে আছমা বেগম (২৮) এর হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটকও করা হয়। তবে এ সময় আছমা বেগমের স্বামী পলাশ হাওলাদার কৌশলে পালিয়ে যান।
মিডিয়া সেলের উপ-পরিদর্শক তানজিল আহমেদ জানান,আটক ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে কোতায়ালি মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।