২১ নভেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়ার একটি হাসকিং মিলের গোডাউনের তালা ভেঙ্গে মালামাল চুরি করে ট্রাক যোগে পালানোর সময় চুরি হওয়া মালামালসহ একটি ট্রাক আটক করেছে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকা থেকে ট্রাকটি আটক করে পুলিশ।
এ সময় একটি বড় কাটার, একটি ড্রিল কাটার মেশিন, ২০ গজ ইলেক্ট্রিক্ট তার ও দুই টি মোবাইল ফোনসহ গাড়িতে থাকা ৪১ বস্তা ভুট্টা, ১ হাজার ৫১১ লিটার সয়াবিন তেল, ৫ টি বিশুদ্ধ পানির বোতল, ২ বস্তা আটা, পাঁচ টি কোমল পানির বোতল, বিস্কুটসহ দোকানের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোর রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে টহল দিচ্ছিলো হাইওয়ে থানা পুলিশের একটি দল। একসময় উপজেলার ভজনপুর এলাকা দ্রুতগাতিতে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৫-৬৬১২) রাতের আধারে চলে যেতে দেখে পুলিশের সন্দেহ হলে তারা ট্রাকটিকে দাড়ানোর সিগনাল দেয়া হয়। এতে ট্রাকটি না দাড়িয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের দল ধাওয়া করে প্রায় ২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে পৌছালে ট্রাকটিকে আটক করা হয়। তবে এরই মাঝে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম খাঁন চুরি যাওয়া মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে ট্রাকটি সদর উপজেলার জগদল বাজার থেকে জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। এবং দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তেঁতুলিয়া মডেল থানাতে মামলার জন্য জানানো হয়েছে।
এ ঘটনায় সকল আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে হাইওয়ে থানার ওসি জানান।