২১ নভেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
দেশের গণতন্ত্রকামী মানুষ নিশ্চয়ই গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত রোববার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে দলীয় প্রধান এ আশাবাদ ব্যক্ত করেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান তিনি।
ঈদের দিন রাত সাড়ে ৮টায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান গুলশানের ‘ফিরোজা’য় প্রবেশ করেন। দেড় ঘণ্টা সাক্ষাৎ শেষে রাত ১০টায় তাঁরা বেরিয়ে আসেন। সর্বশেষ গত রমজানের ঈদে স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘তিনি আমাদের দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এখনও তিনি দেশের চলমান যে গণতান্ত্রিক আন্দোলন, তার খোঁজখবর রাখছেন।’
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ যেসব এলাকা বন্যায় প্লাবিত হয়েছে, ওইসব এলাকার দুর্গত মানুষের খবর আমাদের কাছ থেকে জেনেছেন। তিনি আমাদের বলেছেন, বিএনপি যেভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে, ঠিক সেভাবেই কষ্ট লাঘব না হওয়া পর্যন্ত পাশে থাকবে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এখনও অসুস্থ। আমরা বারবার বলে আসছি, খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসা প্রয়োজন। তার চিকিৎসকরা বারবার বলেছেন, উন্নত কোনো কেন্দ্রে তার উন্নত চিকিৎসা দরকার। চিকিৎসকরা মনে করেন, ম্যাডামকে যদি সত্যিকার অর্থে সম্পূর্ণ রোগমুক্ত করার জন্য চিকিৎসা করা দরকার, তাহলে সেটা অবশ্যই দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে নেওয়া প্রয়োজন। আমরা সেই কথা আবারও আপনাদের কাছে তুলে ধরছি।
খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর কনিষ্ঠ কন্যা জাহিয়া রহমান এবার দাদির সঙ্গে ঈদ করেছেন। এ ছাড়া ঈদের দিন সকালে খালেদা জিয়ার নিকটাত্মীয় তাঁর ভাই শামীম এস্কান্দার, তাঁর পরিবারের সদস্য ও তাঁর আরেক ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী ও পরিবারের অন্যরা সাবেক এই প্রধানমন্ত্রীর বাসা ফিরোজায় আসেন। লন্ডনে থাকা বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও নাতনি জাফিয়া রহমানের সঙ্গে টেলিফোনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, এবার খালেদা জিয়ার নামে একটি গরু কোরবানি দেওয়া হয়েছে। এ ছাড়া গুলশান অফিসে দুটি খাসি কোরবানি দেওয়া হয়।
জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা: ঈদের দিন সকাল সাড়ে ১১টায় বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র নেতাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীতে মশাল মিছিল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও গ্যাস-বিদ্যুৎ এবং পানির দাম বাড়ানোর প্রতিবাদে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিল করেছে বিএনপি। ঈদের পরদিন যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে শনির আখড়ায় গিয়ে এই মিছিল শেষ হয়।