২১ নভেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের গৌরনদীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতাসহ প্রবাসীর স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গৌরনদী থানার এসআই আব্দুল হক জানান, উপজেলার ভূরঘাটা গ্রামের মৃত জয়নাল বেপারীর ছেলে ও খাঞ্জাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল বেপারী (৪৫) সোমবার রাত পৌনে ২টার দিকে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ।