২১ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স ॥ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন স্পেশাল ওয়ার্ড বয়কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- দিলীপ কুপার নাথ, আশীষ দাশ ও পলাশ ধর।
এ বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন স্পেশাল ওয়ার্ড বয়কে আটক করা হয়েছে। আগের একটি ওষুধ চুরির মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।