২১ নভেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স ॥ ভোলায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গেলে মো. নাহিদ (২২) নামের এক যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১০ জুলাই) সকালে সদর উপজেলার সিফলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত মো. রায়হানকে আটক করেছে পুলিশ।
মো. নাহিদ ওই গ্রামের মো. শাহে আলমের ছেলে। রায়হান একই গ্রামের মো. বশিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রায়হানের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারধর শুরু করলে একই বাড়ির নাহিদ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে নাহিদকে আহত করে রায়হান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত দাসহ জব্দ করা হয়।