২১ নভেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স ॥ ভোলায় একটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ মো. দেলোয়ার হোসেন নসু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চাঁদাবাজিসহ আট মামলার আসামি।
শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ভেদুরয়ার কোলচরা এলাকা থেকে নসুকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ নসুকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতার নসুর বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।