২১ নভেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে রাতের আধাঁরে বিদ্যুতের মিটার চুরি, করে মালিককে চিরকুটে ফোন নাম্বার লিখে টাকা দাবি করেছে চোর সিন্ডিকেট চক্রের সদস্যরা।চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
৬ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় শিবগঞ্জ বগুড়া গুজিয়া হাটের শিনথিয়া ফার্মেসী সামনে থেকে মিটার চোর চক্রের এক চোরকে আটক করা হয়।
আটক মিটার চোর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বলাহার (গুজিয়া) এলাকার মোঃ আঃ টুলুর ছেলে মোঃ আব্দুল রশিদ (২৯)।
পুলিশ জানান, পৌরসভার মুন্সি পাড়া এলাকার আঃ রহিম মিয়ার মেসাস আব্দুর রহিম হাস্কিং মিল থেকে গত ৫ জুলাই দুটি বাণিজ্যিক মিটার রাতের আধারে খুলে চুরি করে নিয়ে যায়।সে সময় চুরি করা দুটি মিটারের পিলারের সাথে চারটি চিরকুটে ফোন নাম্বার লিখে দশ হাজার টাকা দাবি করা হয়।পরে ভূক্তভোগী দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলে পরবর্তিতে আরও পাঁচ হাজার টাকা দাবি করে চোরের দল।অনেক দর কষাকষির পর দুই হাজারে রাজি হয় এবং দুই হাজার টাকা দিলে মিটারের স্থান জানিয়ে দেওয়া হবে বলে মিটার মালিককে জানানো হয়।
পরে এই বিষয়ে ঘোড়াঘাট থানা পুলিশকে অবগত করা হলে,এস আই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে এবং প্রযুক্তির সহায়তায় মিটার চুরির সাথে সম্পৃক্ত চোরকে গুজিয়া হাটের শিনথিয়া ফার্মেসীর সামনে টাকা তুলতে আসলে আগে থেকে ওৎপেতে থাকা পুলিশের একটি দল চুরির সাথে জড়িত আঃ রশিদকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার দেখানো মতে হাসকিং মিলের সন্নিকটে খরড়র গাদার মধ্যে চুরি করা দুইটি মিটারের সন্ধ্যান পায় পুলিশ।
ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান,এটা একটা বড় সিন্ডিকেট। এই চোর চক্র শুধু ঘোড়াঘাট না আশেপাশের বেশ কয়েকটি জেলাতে মিটার চুরি করে থাকে।আমরা অনেক তথ্যই পেয়েছি।মিটার চুরির সাথে জড়িত আটক এই আসামির পাশাপাশি অন্যদেরকে আটকের জন্য অভিযান চলমান আছে।এই বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে।আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।