২২ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলেজ রোড নির্বাচন অফিসের সামনে থেকে বুধবার বিকেল ৪টায় নলছিটি উপজেলার সেওতা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল করিম শাওনকে অপহরন করে দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা ছিনতাই।
ছিনতাই কারীরা একটি প্রাইভেটকারে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় ।টাকা রেখে বরিশালের বারৈবাজার তালুকদার মার্কেটের কাছাকাছি অক্ষত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। বরিশাল বিমান বন্দর থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী শিক্ষক রাতে ঝালকাঠি সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।