২১ নভেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল সিটি মেয়র ও মহানগর আ’লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমরা রাজপথে আছি, বিএনপির হুমকি রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবো। আজ যারা ৭৫’এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার একথা বলেন তারা কি বুজাতে চাইছেন সেকথা মনে হয় নিজেরাই জানেন না।
তিনি বিরোধীদলকে গণতান্ত্রিক ভাষায় কথা বলতে বলেন এর পর যদি কোন ধরনের অগণতান্ত্রিক ভাষায় কথা বলে তাহলে দেশবাসীকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কঠোরভাবে জবাব দেবে।
বর্তমান সরকার ও আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই আগামী নির্বাচন গণতান্ত্রিকপন্থায় সেই নির্বাচনে মোকাবেলা করেন আমরা প্রস্তুত আছি। তিনি আরো বলেন, পনেরই আগস্টে হত্যাকান্ড ঘটায়ে খুনিরা বসে নেই। ওদিন বেঁচে থাকা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে এখন আবার তাকে হত্যার হুমকী দেয়া মানে দেশকে পুনরায় অস্তিতিশীল করা পিছিয়ে দেয়া।
দেশব্যাপী নৈরাজ্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে শনিবার নগরীর শহীদ সোহেল চত্বররোডস্থ দলীয় কার্যালয়ে সামনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড.তালুকদার মোঃ ইউনুস। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন, জেলা আ’লীগ সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, আনোয়ার হোসাইন, মহানগর আ’লীগ সহ-সভাপতি এ্যাড.আফজাল হোসেন, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, জেলা আ’লীগ দপ্তর সম্পাদক এ্যাড. কায়ূম খান কায়সার সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিল ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে নগরীতে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালে এসে শেষ হয়। এর পূর্বে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড থন্ড মিছিল নিয়ে দলীয় নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের বিক্ষোভ সমাবেশস্থলে উপস্থিত হয়।