২২ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বরিশালে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৬

বরিশালে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৬

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক তিনটি অভিযানে সহস্রাধীক পিস ইয়াবা এবং অর্ধশত বোতল ফেন্সিডিলসহ ছয় মাদক কারবারি আটক হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানা এবং এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান তিনটি পরিচালনা করে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে দুপুর আড়াইটার দিকে কোতয়ালী মডেল থানার পরিদর্শক বিপ্লব মিস্ত্রি’র নেতৃত্বে এসআই মো. রাকিব হোসেনের টিম নগরীর হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় সড়কের ঝাউতলা প্রথম গলির বিপরীতে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের সামনে থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুসলিম (৪০) ও মো. কবির হোসেন খান (৫০) নামের দুজনকে আটক করেন তারা।

এদের মধ্যে মুসলিম ঢাকা সভার থানাধীন মোহনপুর এলাকার নান্নু মিয়ার ছেলে এবং কবির হোসেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরার আব্দুল ওয়াহেদ খানের ছেলে। তাদের নিকট থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

অপরদিকে, ‘এয়ারপোর্ট থানার এসআই মো. আহসান উল্লাহ’র নেতৃত্বাধিন টিম মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে পূর্ব ইছাকাঠী লাদেন সড়কে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ১৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. মাসুম হাওলাদার (৩৭) ও মো. তানভীর হোসেন রিয়াদ (৩৬) কে আটক করা হয়।

এদের মধ্যে মাসুম নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনীর মো. নাছির হাওলাদার এবং তানভীর একই ওয়ার্ডের জর্ডন রোডের এস্টেরিয়া গার্ডেনের মৃত আক্তার হোসেনের ছেলে।

এছাড়া ৫০ বোতার ফেন্সিডিলসহ আরও দুই মাদক কারবারিকে আটক করেছে মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ। ২৪ মে রাত আড়াইটার দিকে এসআই রায়হানুর রহমানের নেতৃত্বাধিন টিম ঢাকা-বরিশাল মহাসড়কে ইছাকাঠি বিভাগীয় ট্রাক স্ট্যান্ডের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুলসীডাঙ্গার মৃত নূর আলী সরদারের ছেলে মো. হুমায়ুন কবির (৪৫) এবং কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের মোজাব্বর মোড়ল ওরফে মজিবর মোড়লের ছেলে সুমন হোসেন (২২)।

পুলিশ জানিয়েছে, ‘একটি মিনি পিকআপে ফেন্সিডিল নিয়ে বরিশাল নগরী হয়ে ঝালকাঠি যাচ্ছিল মাদক কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পিকআপসহ মাদক কারবারিদের আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019