২২ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বৃষ্টির মধ্যে জোরপুর্বক পাটখেতে নিয়ে এক বাকপ্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের অভিযোগে শ্রমিক সোহরাফ সরদারকে(৪৫) আটক করেছে থানা পুলিশ। আজ রোববার বিকালে তাকে আটক করা হয়। আটককৃত ওই শ্রমিক পৌর এলাকার সাদীপুর গ্রামের মজিদ সরদারের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, পৌর এলাকার সাদীপুর গ্রামের বাকপ্রতিবন্ধি গৃহবধু গত শনিবার সকালে বৃষ্টির মধ্যে একা বাড়ির পাশের জমির ধান আনতে যায়। এ সময় সোহরাফ সরদার জোরপুর্বকভাবে ওই গৃহবধুকে পাটখেতের ভিতর নিয়ে গিয়ে ধর্ষন করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে সোহরাফ পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধু কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ সোহরাফকে আটক করেন।
ভুক্তভোগী গৃহবধুর মেয়ে জানান, আমার মাকে লম্পট সোহরাফ পাটখেতে নিয়ে ধর্ষন করেছে। আমরা সোহরাফের দৃষ্টান্তমুলক বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক(এসআই) সুমন জানান, ধর্ষনের অভিযোগে সোহরাফকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।