২১ নভেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মিজানুর রহমান গত ফেব্রুয়ারী ৫ তারিখ বিকালে মৃত্যু বরণ করেন। তিনি চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপাশা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুর পর ওই ওয়ার্ডকে শূন্য ঘোষণা করা হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম শূন্য ঘোষিত ওই ওয়ার্ডে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৫ জুন।
উপনির্বাচন সম্পর্কে রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, শূন্যঘোষিত ওই ওয়ার্ডে উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম জানান, শূন্য ঘোষিত ওই ওয়ার্ডে উপনির্বাচন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।#######