২০ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
বর্ষিয়ান অভিনেত্রী আনোয়ারা বেগম মস্তিষ্কে রক্তক্ষরণের পর চোখে দেখতে পারছেন না। বিষয়টি সমকালকে জানিয়েছেন তার মেয়ে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
মুক্তি জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আম্মার চোখ আক্রান্ত হয়েছে। প্রথমদিকে কিছুই দেখতে পাচ্ছিলেন না। তবে, আস্তে আস্তে ঠিক হচ্ছে।
১১ মার্চ রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী, দশ দিন হাসপাতালে চিকিৎসা শেষে রোববার তাকে বাসায় আনা হয়েছে জানান মুক্তি।
এদিকে বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’–এর এবারের আসর। সেখানে হাজির হয়ে আজীবন সম্মাননা গ্রহণের কথা ছিল আনোয়ারা বেগমের। তবে অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত থেকেও পুরস্কার নিতে পারছেন না আনোয়ারা। তার হয়ে পুরস্কার গ্রহণ করবেন মেয়ে মুক্তি।