২০ নভেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের ১৮ সংগঠন। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
এর আগে, গতকাল শুক্রবার বিকালে প্যানেলের বিজয়ীদের সঙ্গে শপথ গ্রহণ করেন জায়েদ খান। এর একদিন পরই আজ শনিবার সন্ধ্যায় এই বয়কটের ঘোষণা দিলো ১৮ সংগঠন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে ১৮ সংগঠন জায়েদ খানকে আনুষ্ঠানিক বয়কট করা হলো। যার ফলে আজ থেকে ১৮ সংগঠনের কোনো সদস্য জায়েদ খানের সঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না।
এছাড়াও বিজ্ঞাপ্তিতে জানানো হয়, চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও চলচ্চিত্র সংগঠন একাত্মতা পোষণ করেন।
উক্ত সভায় আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর সমাপনী অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।