২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদকমুক্ত সমাজ গড়তে বাবুগঞ্জ থানা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তঃ বাবুগঞ্জ থানা ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই প্রথম বাবুগঞ্জ থানা প্রাঙ্গনে ফাইনাল খেলার মধ্যে দিয়ে মাসব্যাপী টুর্ণামেন্টের পর্দা নামানো হয়।
বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ ) মোঃ শাহজাহান হোসেন, পিপিএম।
বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ অলিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যে কোন আসক্তি থেকে মানুষ কে দুরে রাখে। শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের উচিত প্রিয়জনদের বেশি বেশি সময় দেয়া। এতে করে পারিবারিক সেতুবন্ধন তৈরি হবে। এছাড়াও তিনি বাবুগঞ্জ থানা পুলিশ কর্তৃক এ ধরনের খেলার আয়োজন করায় বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমানের প্রশংসা করে তার বক্তব্য শেষ করেন।
ফাইনাল খেলায় তাপস এর দল চ্যাম্পিয়ন ও নাঈম এর দল রানারআপ হয়। পরে টুর্ণামেন্টে অংশ গ্রহণকারী ১২ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।