২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ৪টি ইউনিয়নে নির্বাচনে আওয়ামীলীগ ২টিতে ও স্বতন্ত্র ২টিতে বে-সকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সোমবার (৩১ জানুয়ারি) দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষনা করেন।
উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে সদের আলী ৭৬৬৬ ভোট পেয়ে বে -সকরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ( বিএনপি সমর্থক) প্রার্থী মাহফুজার রহমান মোটরসাইকেল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭৪৪২ ভোট।
২নং পালশা ইউনিয়নে স্বতন্ত্র ( আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী বর্তমান চেয়ারম্যান কবিরুল ইসলাম আনারস প্রতিক নিয়ে ৫৪৫০ ভোট পেয়ে বে -সকরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ( বিএনপি সমর্থক) প্রার্থী একেএম মনিরুজ্জামন মিঠু সিদ্দিকী মটরসাইকেল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৪১১।
৩ নং সিংড়া ইউনিয়নে স্বতন্ত্র ( জামায়াত সমর্থক) প্রার্থী অধ্যাপক সাজ্জাদ হোসেন আনারস প্রতিক নিয়ে ৭৩৩১ ভোট পেয়ে বে -সকরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন মিঠু অটো রিক্সা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৬১৭।
৪ নং ঘোড়াঘাটে ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে আসাদুজ্জামান ভুট্ট ২০৮০ ভোট পেয়ে বে -সকরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলিফ হাসান অভি আনারস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২০২৬ ভোট।