২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আবুল কাশেম রুমন,সিলেট: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান আহমুদ এমপি সিলেটে এসে পৌছেনে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাত পৌনে ৮টায় বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, তিনি সিলেটে সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। শুক্রবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন মন্ত্রী। শুক্রবার সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট বেতার ও বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র পরিদর্শনে যাবেন। বিকালে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।