২১ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ- ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে জেলার তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ হল উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। এসময় উপস্থিত পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, উপপরিচালক এনএসআই আনোয়ার হোসাইন মনির, উপজেলা নির্বাচন অফিসার আলী হোসেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী। এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
২য় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে গত ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।