২১ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সবুজ আকন বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়ার হাত ধরেই ছাত্রদলের যাত্রা শুরু। ছাত্রদলের নেতৃত্বেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন সংগ্রামে নিজেকে বিলিয়ে দিবো, সেই লক্ষেই আগামীতে কাজ করে যাবো। কখনোই পিছপা হবো না।
বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে (সদর রোড) বরিশাল জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রগতিশীল ছাত্রদের নিয়ে একটি বিশাল মিছিল ও আলোচনা সভায় এ সময়ে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি লেলিন মোর্শেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জি এম রাব্বি, মোঃ সাব্বির রহমান। আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা মুন্না হাওলাদার, আতিকুর রহমান বাবু, সজল, অমিত দাস প্রমূখ।