২১ নভেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃগোলাম রাব্বানী ডিমলা প্রতিনিধি নীলফামারীর ডিমলা
গত ২৬-ডিসেম্বর রবিবার চতুর্থ ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়ন ব্যাতি রেখে ৭টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নব নির্বাচিত চেয়ারম্যান পদে ৭টি ইউনিয়নে মধ্যে নৌকা-২ সতন্ত্র-৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ডিমলা উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নে নৌকা প্রতীকে আনোয়ারুল হক সরকার ৫৬১৫ ভোট পেয়ে চতুর্থ বারের মতো বিজয় লাভ করেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহাবুবুল আলম আনারস প্রতীকে ৪০০৪ ভোট পরাজিত হন।
২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ৭৮৬১ ভোট পেয়ে জাহিদুল ইসলাম চৌধুরী বিজয় লাভ করেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকে আফরাইম আল মিছরি (বাবলু) ৫৫৭৭ ভোট পরাজিত হন।
৩নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কাশেস সরকার নৌকা প্রতীক নিয়ে ৮১৪৪ ভোট পেয়ে টানা দ্বিতীয় বার বিজয় লাভ করেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী প্রর্থী চশমা প্রতীক নিয়ে বাবু উৎপল কুমার সিংহ রায় ৬৯২৯ ভোট পেয়ে পরাজিত হন।
৬নং নাউতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশিক ইমতিয়াজ মোরশেদ ‘ মনি ‘স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৬৩২৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দী প্রার্থী আধ্যাপক জাহিদুল ইসলাম চশমা প্রতীক নিয়ে ৫৮১২ ভোট পেয়ে পরাজিত হন।
৭নং খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সহিদুজ্জামান সরকার ওরফে কেঞ্জুল ঘোড়া প্রতীকে ৬১৪০ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান চশমা প্রতীক নিয়ে ৪৬৬৫ ভোট পেয়ে পরাজিত হন।
৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী একরামুল হক চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ৬৮৫৯ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতিক নিয়ে ৬৫৮৪ ভোট পেয়ে পরাজিত হন।
১০নং পূর্ব ছাতনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল লতিফ খান স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৩৭৫৬ ভোট পেয়ে টানা চারবারের মতো বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার বুলু নৌকা প্রতীক নিয়ে ৩০৪১ ভোট পেয়ে পরাজিত হন।
উপজেলা নির্বাচন অফিসার মোছাঃ মাহাবুবা আকতার বানু বলেন, ডিমলা উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন কেন্দ্রে বা কেন্দ্রের আশপাশে কোন ধরনের বিশৃংখলা ও সহিংশতা ছাড়াই স্বত্বস্ফুর্ত, শান্তিপূর্ণ, সুষ্ঠভাবে অবাধ, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে