২১ নভেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সিরিজ ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত গতকাল করোনাভাইরাসের কারণে সতর্কতাবশত বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন বন্ধ করে দেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ক্রিকেটারদের আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, না খেলেই তাসমান পাড় থেকে ফিরে আসতে পারেন মমিনুল হকের দল। এ নিয়ে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ড পৌঁছানোর পর তৃতীয় করোনার টেস্টে পজিটিভ হন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার সাবেক স্পিনারের সংস্পর্শে আসার কারণে প্রাথমিকভাবে অধিনায়ক মুমিনুলসহ নয়জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। পরবর্তীতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত পুরো দল আইসোলেশনে প্রবেশ করেছে।
আগামী ১ জানুয়ারি প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ৯ জানুয়ারি। নতুন করে করোনা আঘাত হানলে খেলা চালিয়ে যাওয়া কঠিন হবে ভেবেই এখন সাদা পোশাকের ম্যাচ দুটির ভাগ্য নিয়ে আলোচনা চলছে বিসিবির সদর দপ্তরে।