২১ নভেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে বিচ্ছৃন্ন দু’একটি ঘটনা ছাড়া শান্তিপুর্ন ভোট গ্রহন সম্পর্ন হয়েছে। এতে দুটি ইউনিয়নে আওয়ালীগ মনোনীত নৌকা প্রতীকে ২ জন বিজয়ী হয়েছে। অন্য ইউনিয়ন গুলোতে নৌকা প্রতীকের ভরা ডুবি। স্বতন্ত্র প্রর্থীরা বিজয়ী হয়েছে।
উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে বিজয়ী প্রার্থী কুদরত-ই-খুদা (স্বতন্ত্র) চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৬১৭৬ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুল আলম (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৩৮ ভোট।
২নং তিরনইহাট ইউনিয়নে বিজয়ী প্রার্থী আলমগীর হোসাইন (স্বতন্ত্র) চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২২৭ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দানিয়েল হোসাইন (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫২২১ ভোট।
৩নং তেঁতুলিয়া ইউনিয়নে বিজয়ী প্রার্থী মাসুদ করিম সিদ্দিকী (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬১২৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদৎ হোসেন রঞ্জু (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৮৫ ভোট।
৪নং শালবাহান ইউনিয়নে বিজয়ী প্রার্থী আশরাফুল ইসলাম (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩৭১ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৫৫ ভোট।
৫নং বুড়াবুড়ি ইউনিয়নে বিজয়ী প্রার্থী তারেক হোসেন (স্বতন্ত্র) চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩১৫ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৬৬ ভোট।
৬নং ভজনপুর ইউনিয়নে বিজয়ী প্রার্থী মসলিম উদ্দীন (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৯৪ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকসেদ আলী (স্বতন্ত্র) চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৭০০ ভোট।
৭নং দেবনগর ইউনিয়নে বিজয়ী প্রার্থী ছলেমান আলী (স্বতন্ত্র) ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৯০ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিনউল হক মটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৩৮ ভোট।