২১ নভেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল শিকদার পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। ভোটাররাও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করছেন তার পথসভা ও উঠান বৈঠকে।
সোমবার দিনব্যাপী কর্মী-সমর্থক নিয়ে পথসভা পথসভা করেন। এ সময় মোস্তফা কামাল শিকদার তার কর্মী সমর্থকদের নিয়ে রহমতপুর ইউনিয়নের খানপুরা, রহমতপুর, কৃষি কলেজ, রামপট্টি, মহিষাদি, মানিককাঠী, দোয়ারিকা, বকুলতলা এলাকার ভোটার সমর্থকদের সাথে কুশল বিনিময় করে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
আলহাজ্ব মোস্তফা কামাল শিকদার বলেন, রহমতপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রুপান্তরিত করার লক্ষে দল বা প্রতীক নয়, ব্যক্তিকে ভোট দেয়ার আহবান জানান।
পথসভা কালে তাঁর সাথে রহমতপুর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।