২১ নভেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে। ১৬ অক্টোবর সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেসজ্ঞিপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিস্কৃতরা হলেন সলিয়াবাকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ( নরোত্তমপুর গ্রাম) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান পলাশ,সদস্য মেহেদী হাসান মিলন ও হেমায়েত হোসেন সোহাগ। সাময়িক বহিস্কৃত ওই তিন নেতার বিরুদ্ধে গত ২২ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ষড়যন্ত্রমুলক ভাবে অনুপস্থিত থেকে কর্মসূচী সফল না হওয়ার চেষ্টা,বিগত পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়া. ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে অনুপস্থিত থাকা, বিএনপি নেতা- কর্মীদের সাথে চলাফেরা করা এবং অব্যাহতভাবে দলের আদর্শ ও নীতি পরিপন্থী কাজ করে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। ###