২১ নভেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থীদের হাতে নৌকা প্রতীকের টিকিট তুলে দিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
বুধবার রাত নয়টায় আলৈঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের হাতে প্রধান অতিথী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নের টিকেট তুলে দেন এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকার টিকিট প্রাপ্তরা হলেন-১নং রাজিহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার,২নং বাকাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিপুল দাস,৩নং বাগধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,৪নং গৈলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ৫নং রত্নপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার।