২১ নভেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল শিকদার জাতীয় পার্টির আদর্শে উদ্ধুদ্ধ হয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
রোববার সন্ধ্যায় ঢাকাস্থ জাতীয় পার্টির কার্যালয়ে শতাধিক সমর্থকদের নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল – ৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে তারা দলটিতে যোগদান করেন। যোগদানের নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মকিতুর রহমান কিসলু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মকিতুর রহমান কিসলু, কেন্দ্রীয় যুবসংহতি নেতা মোঃ ফাইজুল হক সুমন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হালিম হাওলাদার, বাবুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীর উদ্দেশে গোলাম কিবরিয়া টিপু বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন গরিব-দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু। অসহায় ও দুস্থদের স্বার্থে আজীবন নিবেদিত ছিলেন তিনি। আমরা পল্লীবন্ধুর আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন করতে এগিয়ে চলছি। আপনারা আমাদের সঙ্গে থেকে হুসেইন মুহম্মদ এরশাদের যোগ্য অনুসারী হিসেবে নিজেদের প্রমাণ করবেন।