২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের হাওয়া বইছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে।
সুগন্ধা, সন্ধা ও আড়িয়াল খাঁ নদীর তীরের এই ইউপিতে চেয়ারম্যান হতে আগেভাগেই প্রচারণায় নেমেছেন একাধিক সম্ভাব্য প্রার্থী। এর মধ্যে রয়েছেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল মজিদ মামুন মৃধা। তিনি নৌকার মাঝি হতে চান। এজন্য তার ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
দলের দুঃসময়ে অবদান রেখে রহমতপুর ইউনিয়নবাসীর কাছে বেশ জনপ্রিয় সিরাজুল মজিদ মামুন মৃধা। পারিবারিকভাবেই তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
জানা গেছে, ছাত্র জীবন থেকেই সিরাজুল মজিদ মামুন মৃধা ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
রহমতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিরাজুল মজিদ মামুন মৃধা বলেন, ‘দলীয় মনোনয়ন পেয়ে জনপ্রতিনিধি হয়ে রহমতপুর ইউনিয়নবাসীর সেবা করতে চাই। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং রহমতপুর ইউনিয়ন কে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নৌকার বিকল্প নেই। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছি। দল আমাকে মনোনয়ন দিলে আমি রহমতপুর ইউনিয়নবাসীর ভাগ্য উন্নয়নে নির্বাচনে অংশ গ্রহণ করবো।