২১ নভেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
বিএনপির ৫০০-এর ওপর নেতাকর্মীকে গুম ও এক হাজারের বেশি নেতাকর্মীকে খুন করেছে আওয়ামী লীগ সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সম্প্রতি প্রধানমন্ত্রী জাতিসংঘ সফরকে কেন্দ্র করে বিদেশ থেকে সাংবাদিক কনক সারওয়ার প্রতিবেদন প্রকাশ করায় দেশে তার গৃহিণী বোনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এটা ফ্যাসিবাদী সরকারের কাজ।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর এসব জুলুম করে এবার সাংবাদিক পরিবারের উপরও নির্যাতন শুরু করেছে বর্তমান সরকার।
বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।