১৬ এপ্রিল ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
বাউফলে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা…।

বাউফলে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা…।

বাউফল প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে গত ২১শে জুন অনুষ্ঠিত হয়ে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের অভ্যন্তরীন কোন্দল, শক্তিশালী বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আ.লীগ মনোনীত ও সাবেক চীফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি’র সমর্থিত ৯টি ইউনিয়নের ৮টিতে নৌকা মার্কার প্রার্থী বিজয় হয়েছে।

এরআগে কালাইয়া ইউনিয়নে এস,এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ও কালিশুরী ইউনিয়নে মো.নেছারউদ্দিন সিকদার জামাল নৌকার দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বাকি ৭টি ইউনিয়নের নির্বাচনে ৬টিতে নৌকার ও ১টি স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

দলীয় নেতারা বলেছেন, সকল ষড়যন্ত্রের উর্ধ্বে থেকেও তৃণমূলের কর্মীরা প্রবল বৃষ্টির মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনার দেওয়া ও আ.স.ম ফিরোজ এমপি’র সমর্থিত নৌকা মার্কায় সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন।এ বিজয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও বাউফল উপজেলা আ.লীগের সভাপতি সাবেক চীফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ৭বারের এমপি আ.স.ম ফিরোজের।

নির্বাচনে যারা বিজয়ী হলেন- কেশবপুর ইউনিয়নে সালেহ উদ্দিন পিকু (নৌকা), ধূলিয়া ইউনিয়নে মু. হুমায়ুন কবির দেওয়ান (নৌকা), কনকদিয়া ইউনিয়নে মো. শাহীন হাওলাদার (নৌকা), বগা ইউনিয়নে মো.মাহমুদ হাসান (নৌকা), আদাবাড়িয়া ইউনিয়নে মো. মনজুর আলম হাওলাদার(নৌকা), কাছিপাড়া ইউনিয়নে মো.রফিকুল ইসলাম তালুকদার (নৌকা) ও চন্দ্রদ্বীপ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো.এনামুল হক আলকাছ মোল্লা (আনারস)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019