২১ নভেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা হতাশ হবেন না। লড়াই করেই এগিয়ে যেতে হবে। দানব সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে। এ সময় অতি দ্রুত সুস্থ হয়ে খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব বলেন, পৃথিবী দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। পরিবেশ বাঁচাতে বিশ্ব নেতাদের কমিটমেন্ট দরকার। পাশাপাশি রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট সবচেয়ে বেশি প্রয়োজন।
জনগণ দ্বারা নির্বাচিত নয় বলেই, সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। জলবায়ু পরিবর্তনের তহবিলের অর্ধেক টাকা লুট করে, বাকি অর্ধেক ফেরত দিয়েছে সরকার। সব কর্মকাণ্ডের মূলে দুর্নীতি ও লুটপাট বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।