২১ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
মা-বাবার ভরণ-পোষণের দায়িত্ব না নেওয়ায় সুনামগঞ্জের শাল্লায় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
শনিবার (২৯ মে) তাকে শাল্লা থানা থেকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম দণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, উপজেলার হবিবপুর ইউনিয়নের টুকচানপুর গ্রামের মো. আব্দুল আলী মিয়া নিজে বাদী হয়ে তার ছেলে দবিরুল ইসলাম (২৫) বিরুদ্ধে শাল্লা থানা লিখিত অভিযোগ করেন। এমন অভিযোগ পেয়ে এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বের পুলিশের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার (২৮ মে) রাতে তাকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মুক্তাদির হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।