২০ এপ্রিল ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
বানারীপাড়ায় ৭ ইউপির ৫টিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত। আজকের ক্রাইম-নিউজ

বানারীপাড়ায় ৭ ইউপির ৫টিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত। আজকের ক্রাইম-নিউজ

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ৭টি ইউপি নির্বাচনের মধ্যে ৫ জন ইউপি চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এরা ৫জনই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী। ২৪ মার্চ বুধবার প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৫টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছাড়া বিদ্রোহীসহ অন্যরা তাদের প্রার্থীতা প্রত্যহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন বানারীপাড়া সদর ইউনিয়নে আ. জলিল ঘরামী,সলিয়াবাকপুরে সিদ্দিকুর রহমান মাষ্টার,ইলুহারে শহিদুল ইসলাম,উদয়কাঠিতে রাহাদ আহম্মেদ ননী ও বিশারকান্দিতে সাইফুল ইসলাম শান্ত। এদের মধ্যে আ. জলিল ঘরামী ও শহিদুল ইসলাম হ্যাটট্রিক এবং রাহাদ আহম্মেদ ননী ও সাইফুল ইসলাম শান্ত দ্বিতীয় বার ও সিদ্দিকুর রহমান মাষ্টার প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। যারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন তারা হলেন বিশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেন বাহাদুর,আলাউদ্দিন বাবুল ও ইসলামী আন্দোলনের মোয়াজ্জেম হোসেন, উদয়কাঠি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের সাবেক দু’ সহোদর চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মামুন-উর-রশিদ স্বপন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিলন মুন্সী,ইলুহার ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুস ছালাম ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা। সলিয়াবাকপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মো. শফিকুল ইসলাম দুলাল তালুকদার ও ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী কাজী হাফিজুর রহমান, বানারীপাড়া সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু মুনতাকিম লস্কর কায়েস। এছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন উপজেলার বাইশারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম হাওলাদার, মো. খায়রুল আলম, ইসলামী আন্দোলনের খোকন সিকদার ও জাসদ প্রার্থী এ কে আজাদ, চাখারের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার। এদিকে উপজেলার চাখার ও বাইশারী ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় এ দু’ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চাখারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিপরীতে মাঠে রয়েছেন বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন ও ইসলামী আন্দোলনের আইয়ুব সিকদার এবং বাইশারীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তীর বিপরীতে রয়েছেন বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মিন্টু। উল্লেখ্য ৫জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেও ওই ৫ ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য পদে এবং চাখার ও বাইশারী ইউনিয়নে চেয়ারম্যানসহ সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিভিন্ন ইউনিয়নে কয়েকজন ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন উপজেলার ৫ ইউনিয়নে অন্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় শুধু আওয়ামী লীগ প্রার্থীরা একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। প্রসঙ্গত উপজেলার অপর ইউনিয়ন সৈয়দকাঠিতে ১১ এপ্রিল প্রথম ধাপে নির্বাচন হচ্ছে না। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019