২১ নভেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
দেশের উন্নয়ন চাইলে লাঙ্গলের বিকল্প নেই-গোলাম কিবরিয়া টিপু এমপি। আজকের ক্রাইম-নিউজ

দেশের উন্নয়ন চাইলে লাঙ্গলের বিকল্প নেই-গোলাম কিবরিয়া টিপু এমপি। আজকের ক্রাইম-নিউজ

বাবুগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য ও বরিশালÑ৩ (বাবুগঞ্জ-মুলাদী)আসনর সংসদ সদস্য মুক্তিযাদ্ধা আলহ্াজ্ব গালাম কিবরিয়া টিপু বলছন , দেশের উন্য়নন চাইলে লাঙ্গলর বিকল্প নই। জাতীয়পার্টির প্রার্থী-সমর্থকরা দশর সাধারণ জনগণক প্রয়াত রাষ্ট্রপতি হুসইন মুহাম্মদ এরশাদ সাধারন মানুষর ভাগ্য পরির্বতনর জন্য উপজলা পরিষদ প্রতিষ্টাসহ ব্যাপক উনয়ন করছ এ বার্তা দিয় লাঙ্গলর প¶ গণজায়ার তরি করব বল আশাবাদ ব্যক্ত করন তিনি। গনত¿ প্রতিষ্ঠার লক্ষ লাঙ্গল মার্কার প্রার্থীক ভাট দয়ার জন্য জাতীয় পার্টির সর্মর্থক ও জনগনর প্রতি আহান জানান। দশর জনগন জাতীয়পার্টিক রাষ্ট্র ক্ষমতায় দখত চায়। তাই দলক সুসংহত করত হব। বরিশালর বাবুগঞ্জ উপজলায় অডিটরিয়ম মিলনায়তন শুক্রবার বিকাল সাড় ৫টার জাতীয়পার্টির নতাকর্মীদর সঙ্গ মতবিনিময় সভায় গালাম কিবরিয়া টিপু এমপি এসব কথা বলন। আসন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ তিনি বলন ৪টি ইউনিয়নর মধ্য দুইটি ইউনিয়ন দুইজন চয়ারম্যান প্রার্থী,সংরক্ষিত মহিলা ৭জন এবং সাধারন সদস্য পদ ২৭জন প্রার্থীর নাম ঘাষনা করন। বাবুগঞ্জ উপজলার রহমতপুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি জলানী সজিওয়ালর সভাপতিত্ব ও উপজলা জাতীয়পার্টির যুগ-আহায়ক ওমর ফারুক বাবুল আকনর সঞ্চালনায় বক্তব্য রাখন উপজলা জাতীয়পার্টির আহায়ক মুকিতুর রহমান কিসলু মাঃ সিদ্দিকুর রহমান,সজল কাজী প্রমূখ। মতবিনিময় শষ আসন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২টি ইউনিয়নর লাঙ্গল মার্কার চয়ারম্যান প্রাথীদর নাম ঘাষনা করন। তারা হলন মাধপাশা ইউনিয়ন চয়ারম্যান পদ উপজলা জাতীয়পার্টির যুগ-আহায়ক মাঃ সিদ্দিকুর রহমান, দহরগতি ইউনিয়ন চয়ারম্যান পদ ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মাঃ সজল কাজী। অনুষ্ঠানর পূর্ব বিভিন দলর দুই শতাধীক নতাকর্মী গালাম কিবরিয়া টিপুর হাত ফুল তাড়া দিয় জাতীয়পার্টিত যাগদান করন।
বাবুগঞ্জ সব মরাজ পালিত
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মুসলমানরা আল্লাহর নকট্য লাভর আশায় বহম্পতিবার রাত পবিত্র সব মরাজ পালন করছন। লাইলাতুল মরাজ মুসলমানদর কাছ বিশষ মর্যাদার। এশার নামাজর পর থকই বরিশালর বাবুগঞ্জ উপজলার ৬টি ইউনিয়নর মসজিদ ধর্মপ্রান মুসলমানরা নফল ইবাদত বদগির মধ্য দিয় এই মূল্যবান রাত কাটান। অনক নফল রাজাও রাখন এ দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019