০২ মে ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
কে এম পি লবণচরা থানা পুলিশের অভিযানে সোনা চোরাকারবারি গ্রেফতার,৭ পিস স্বর্ণের বার উদ্ধার তেঁতুলিয়ায় আচরণবিধি মানছে না প্রার্থীরা, পোষ্টারে ছেয়ে গেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তদারকি নেই সংশ্লিষ্টদের বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী দুলালের মতবিনিময় বিদেশে পালানোর সময় শত কোটি টাকা আত্মসাতের হোতা বিমানবন্দরে গ্রেফতার উসকানিতে নিজের রুটি-রুজির সংস্থান ধ্বংস করবেন না: শেখ হাসিনা চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের উদ্যোগে মে দিবস পালিত নানা আয়োজনে ঘোড়াঘাটে মে দিবস পালিত বানারীপাড়া উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে বিলকিস ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে “মহান মে দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত” আজকের ক্রাইম নিউজে চুয়াডাঙ্গার মনোহরপুর বৈশাখী মেলার নামে জুয়ার আসর সংবাদ প্রকাশিত হওয়ায় রাতে প্রশাসনের হানা
বরিশালে আইনজীবি আবুল কালাম আজাদ সহ ৪ জনের বিরুদ্ধে গনধর্ষণ মামলা। আজকের ক্রাইম-নিউজ

বরিশালে আইনজীবি আবুল কালাম আজাদ সহ ৪ জনের বিরুদ্ধে গনধর্ষণ মামলা। আজকের ক্রাইম-নিউজ

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সহ ৪ জনের বিরুদ্ধে গন ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

২৮ ফেব্রুয়ারী কোতোয়ালি মডেল থানায় ধর্ষিতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নগরীর পশ্চিম বগুড়া রোডস্থ আল আমিন মসজিদের পূর্ব পাসস্থ আবুল কালাম আজাদের সাথে তার সহযোগী কাশিপুর গনপাড়া এলাকার মৃত্যু জোনাব আলী হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার, রহম আলী জমিদারের ছেলে মিজান জমিদার ও রায়পাশা কড়াপুর এলাকার সাত্তার কারিগরের ছেলে নিজাম কারিগরকে অভিযুক্ত করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগে ধর্ষিতা বলেন, আবুল কালাম আজাদের সাথে তার জমি নিয়ে বিরোধ রয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭ টায় অভিযুক্ত সোহাগ তাকে তার কাগজ পত্র বুঝে নেয়ার জন্য আল আমিন মসজিদের পাশে আজাদ ম্যানসন নামে আবুল কালাম আজাদের ল চেম্বারে যেতে খবর দেয় ।

বাদীনি রাত সাড়ে ৮ টার দিকে সেখানে গিয়ে অন্যান্য অভিযুক্তদের দেখতে পায়। অভিযুক্ত সোহাগ তাকে এককাপ রং চা দেয়। তিনি রং চা খেয়ে মাথা ঘুরে অচেতন হয়ে পড়ে। এরপর তার কোন হুশ ছিলো না।

১৮ ফেব্রুয়ারী সকাল ৬ টার দিকে ১৮ নং ওয়ার্ডস্থ কাঞ্চন পার্কের সামনে থেকে তার স্বামী ও ভাশুর তাকে উদ্ধার করে র‍্যাব ৮ এর অফিসে নিয়ে যায়।

সেখান থেকে বিমানবন্দর থানায় নিয়ে যায়। তার স্বামী ও তার স্বজনরা তাকে চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি শাখায় ভর্তি কয়ায়।

১৮ ফেব্রুয়ারী থেকে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত চিকিৎসা নিয়ে স্বাভাবিক হয়ে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে ক্ষত চিহ্ন দেখতে পায়।

তখন তিনি বুঝতে পারেন অভিযুক্তরা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে গনধর্ষন করে ভোরে কাঞ্চন পার্কে ফেলে রেখে পালিয়ে যায়।

এধরণের অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে থানা পুলিশ মামলার তদন্ত কার্যক্রম সহ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানায় থানা পুলিশ।

অভিযুক্ত আবুল কালাম আজাদ বরিশাল আদালতের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা বলে ধর্ষিতার পরিবার নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019